bangladesh express: অনলাইনে আয়/ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার - পাবলিক লাইব্রেরী।

Thursday, March 22, 2018

অনলাইনে আয়/ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার - পাবলিক লাইব্রেরী।



ক্যারিয়ার ইন ফ্রীলান্সিং এন্ড আউটসোর্সিং ! ফ্রি সেমিনার
৩১ মার্চ শনিবার বিকাল ৪:৩০ টা
বিস্তারিত জানতে কল করুন : ০২-৯০৩২৫৯৭, ০১৭১১-৯২৭৮২৯
সেমিনারে উপস্থিত থাকতে ইচ্ছুক হলে, কমেন্টে নাম এবং ফোন নাম্বার লিখুন। অথবা ফ্রি রেজিস্ট্রেশন করুন..... https://goo.gl/9N11vm

সেমিনারে অংশ নিয়ে জেনে নিন অনলাইয়ে আয় করার সঠিক গাইড লাইন ও নির্ভুল ধাপগুলো।

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই আমাদের এ ফ্রি সেমিনার।

আপনি জানেন কি ? বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত।

(সেমিনারে যেকেউ উপস্থিত হতে পারবেন - সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে )

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে -
১। ওয়েব ডেভেলপমেন্ট
২। রেসপনসিভ ওয়েব ডিজাইন
৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৪। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
৫। গ্রাফিক্স ডিজাইন
৬। ইমেইল মার্কেটিং
৭| ডাটা এন্ট্রি
৮| অ্যাডসেন্স
৯| সিপিএ মার্কেটিং
১০। ব্লগিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আরো অনেক কাজ। ইত্যাদি

সেমিনারে যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে :
১। ফ্রিল্যান্সিং কি ?
২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?
৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ?
৫। কাজগুলো শিখবেন কিভাবে ?
৬। আপনি কি আউটসোর্সিং করতে পারব?
৭ । এত কম্পিটিশন এর ভিতর কিভাবে টিকে থেকে কাজ করবেন?
৮। আউটসোর্সিং এ আপনি কি অবস্থায় আছেন?
৯| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?
১০| আপনি যদি আউটসোর্সিং করতেই চান তাহলে আউটসোর্সিং এর কন সেক্টর এ আপনি যাবেন?
১১ কিভাবে বিড ছাড়া কাজ করবেন?
১১। প্রোফাইলের ওয়েট বাড়াবেন কিভাবে ?
১২। কিভাবে বিট করে ইনকাম শুরু করবেন ? ইত্যাদি।

ফ্রি সেমিনার এর জন্য রেজিস্ট্রেশন চলছে। আজই যোগাযোগ করুন।
সেমিনার এর তারিখঃ ৩১ মার্চ শনিবার
সেমিনার এর সময়ঃ বিকাল ৪:৩০ টা
ফোনঃ ০২-৯০৩২৫৯৭
মোবাইলঃ ০১৭১১-৯২৭৮২৯
নেবুলাস আইটি গ্রূপ : https://www.facebook.com/groups/259653071059232/
নেবুলাস আইটি পেইজঃ https://www.facebook.com/nebulasbd/?ref=settings
সেমিনার ভ্যানু :
গ্রন্থাগার অধিদপ্তরের ''সেমিনার কক্ষ'' (নিচতলা )
পাবলিক লাইব্রেরী শাহবাগ - ঢাকা - শাহবাগ
১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ ,ঢাকা-১০০০ ( শাহবাগ থানার বিপরীতে- ঢাকা জাতীয় জাদুঘরের পাঁশে )

No comments:

Post a Comment