bangladesh express: যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শুরু

Tuesday, November 7, 2017

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শুরু

যশোর শহরের সেন্ট্রাল রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সোমবার (০৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে অভিযান শুরু হয়। বাড়িটি থেকে সাধারণ বাসিন্দাদের বের করে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে সোয়াট সদস্যরা ওই বাড়ির কাছে পৌঁছালে শুরু হয় অভিযানের প্রস্তুতি। মাইকিং করে বাড়ির সন্দেহভাজন বাসিন্দাদের বেরিয়ে আসতে বলা হয়। তার আগেই ভবনের অন্য পাঁচটি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

1 comment:

  1. List of all Bangladesh newspapers and Bangla news sites including highly trusted and reliable newspapers in Bangladesh. Get 24/7 hours latest Bangla News update from Prothom Alo, bdnews24, BD Pratidin, Jugantor, Kaler Kantho, Samakal, Ittefaq, The Daily Star, Amader Shomoy, BD News 24 (বিডি নিউজ) ২৪, Bangla News 24 (বাংলা নিউজ ২৪) and more at one place. ⏭ All Bangla Newspaper

    ReplyDelete