bangladesh express: November 2017

Tuesday, November 14, 2017

৬২ বছরে বাবা!



মিস্টার বিন’ নামে খুব পরিচিত ব্রিটিশ তারকা রোয়ান অ্যাটকিনসনের নতুন খবর শুনেছেন? তিনি আবার বাবা হচ্ছেন! তাঁর এখন বয়স ৬২ বছর। প্রেমিকা লুইস ফোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। এই অভিনেত্রীর বয়স এখন ২৯। তিন বছর যাবৎ তাঁরা একসঙ্গে আছেন। গতকাল রোববার গর্ভবতী লুইস ফোর্ডের ছবি প্রথম সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর এই জনপ্রিয় অভিনেতার বাবা হওয়ার খবর সামনে চলে আসে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা সন্তানের মুখ দেখতে পাবেন। ‘দ্য কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকে কাজ করতে গিয়ে তাঁদের প্রথম পরিচয় হয়।
read more



Monday, November 13, 2017

laptob bazar,computer price bd,bangladesh tv,

There is a variation of Comptuer price in BD due to computer market location and services. The largest computer market is situated at IDB Bhaban, Agaargaon,

Wednesday, November 8, 2017

mobile software android apps downloadfree apps download for mobile phones samsung mobile price play mobile games

A mobile app is a computer provide designed to run on a mobile device such as a phone or tablets.Most such devices are sold with several apps bundled as pre-installed software, such as a  web browser e-mail clinent.  Some pre-installed apps can be removed by an ordinary uninstall process, thus leaving more storage space for desired ones. Where the software does not allow this, some devices.
Apps that are not preinstalled are usually available through distribution platforms called app store.
 They began appearing in 2008 and are typically operated by the owner of them mpobile oparating system.
,  Some apps are free, while others must be bought. Usually, they are downloaded from the platform to a target device.

Tuesday, November 7, 2017

শালিখায় বোর্ডের প্রশ্নে ১ম বারের মত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম বারের মত শালিখার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে বোর্ড প্রদত্ত প্রশ্নে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর বিদ্যালয় গুলি নিজস্ব অথবা সমিতি থেকে প্রশ্ন নিয়ে এ পরীক্ষা গ্রহন করত। যার ফলে গনিত ও ইংরেজি বিষয়ের শিক্ষকরা নানা মুখি দুর্নীতিতে জড়িয়ে পড়ত।
কোন কোন সময় প্রশ্ন পত্র আউট হয়ে যেত এসব সমস্যার কারনে চলতি বছর থেকে যশোর শিক্ষা বোর্ড ১০টি জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। সে মোতাবেক ১১ই অক্টেবর ১ম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডের সফটওয়ার জটিলতার কারনে পরীক্ষার ১ম দিকে প্রশ্নপত্র পেতে সাময়িক সমস্যা হওয়ায় পরীক্ষা ৩০ মিনিট থেকে ১ ঘন্টা বিলম্বে শুরু হয়।
এ ব্যাপারে শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহাকবি সিরাজ-উদ দৌলাহ বলেন খুব শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেথায় কোন সমস্যার সৃষ্টি হয়নি।
গবেষক শিক্ষক শ্রী ইন্দ্রনীল বলেন বর্তমান পদ্ধতি খুবই ভাল একটি উদ্যোগ । এটি বহাল থাকলে শিক্ষায় দুর্নীতি অনেকটা কমে যাবে read more

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শুরু

যশোর শহরের সেন্ট্রাল রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সোমবার (০৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে অভিযান শুরু হয়। বাড়িটি থেকে সাধারণ বাসিন্দাদের বের করে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে সোয়াট সদস্যরা ওই বাড়ির কাছে পৌঁছালে শুরু হয় অভিযানের প্রস্তুতি। মাইকিং করে বাড়ির সন্দেহভাজন বাসিন্দাদের বেরিয়ে আসতে বলা হয়। তার আগেই ভবনের অন্য পাঁচটি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

Smoking may cause failures in dental fillings

Indulging in drinking alcohol or smoking may not only damage your teeth but also lead to increased incidences of failure in dental fillings, warned researchers.
The findings, led by researchers from the University of Pittsburgh, showed that within two years of the dental procedure, fillings failed more often in patients who drank alcohol, while the overall filling failure rate was higher in men who smoked.
Furthermore, people with a difference in the gene for matrix metalloproteinase (MMP2) -- an enzyme found in teeth-were at increased risk of filling failure.
This could be because MMP2 might be able to degrade the bond between the filling and the tooth surface, potentially leading to failure, the researchers said.

read more

Banking sector in dire straits

The country’s banking sector is in dire straits due to lack of good governance, insiders say.

As many as 13 out of the 48 state-owned, private and specialised banks are plagued with default loans and irregularities in loan disbursement thanks to lax control and monitoring system of the Bangladesh Bank.

Among them, eight are state-owned and specialised banks. The five private banks are Bangladesh Commerce Bank, National Bank, Farmers Bank, NRB and ICB Islamic Bank.

The ICB Islami Bank, for instance, shoulders the burden of the dissolved Oriental Bank’s corruption.

The central bank has not taken any action on the unprecedented incidents centring change of ownership in the private banking sector. On the contrary, it has, in fact, backed these incidents. As a result, panic has gripped the depositors and other stakeholders.

Persons involved in the banking sector said that in full knowledge of the central bank, state-owned BASIC turned into a problematic bank since 2011.read more

Rohingya crisis: Bangladesh PM calls for more pressure on Myanmar

The number of new arrivals from Myanmar now stands at 611,000, according to IOM Needs and Population Monitoring report released on Tuesday night, reports UNB.
It said the international and local partners reported that an estimated 2,800 new arrivals have crossed the border since the last situation reported on 5 November.
This report is produced by ISCG in collaboration with humanitarian partners. It covered the period from 5-6 November. read more

Home Entertainment 'No congenial environent here'

Popular actress Mousumi thinks the country's film industry lacks a congenial environent for all.
"Some are playing behind the scene, trying to control the artistes. As a result, the industry is suffering. I don't think I have anything to get from this industry anymore," said the National Award winning actor.
She was speaking at an informal programme production house Jaaz Multimedia organised to mark her birthday. Although Mousumi's birthday was on 3 November, which was Friday, this programme was held on Sunday.Read more

Comilla bounce back, derailing Chittagong

Chittagong Vikings made 101 runs in 11.5 overs but a middle-order collapse stopped their score only at 143 runs in 20 over.






Comilla Victorians lost only two wickets to reach the winning target of 144 runs with 10 balls to spare, in their Bangladesh Premier League (BPL) encounter in Sylhet on Tuesday.
It is man of the match Saifuddin who played the key role in restricting Chittagong within below-par score, capturing three wickets.
read more


Mayor de Blasio, Nicole Malliotakis cast their votes on NYC Election Day

The polls are open — and the pols have voted.
 Mayor de Blasio and his Republican challenger, state Assemblywoman Nicole Malliotakis, cast their ballots Tuesday morning, each hoping for an Election Day win.see more


বন্ধ সংযোগে অফার



  • অফারটি সেইসব প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য (i-top up ছাড়া) যারা সেপ্টেম্বর ১০, ২০১৭ বা তার আগে থেকে তাদের বাংলালিংক সংযোগ ব্যবহার করেন নি
  • গ্রাহকের জন্য এই অফারটি প্রযোজ্য কিনা জানতে গ্রাহককে তার নাম্বারটি লিখে এসএমএস পাঠাতে হবে 4343 নাম্বারে (ফ্রি)
  • অফারটি পেতে গ্রাহককে প্রথমে রিচার্জ হিসাবে ৳৩৯ রিচার্জ করতে হবে, এই ৳৩৯ মূল অ্যাকাউন্টে যোগ হবে
  • ৳৩৯ প্রথম রিচার্জ করলেই গ্রাহক পাবেন ০.৫ পয়সা/সেকেন্ড (বাংলালিংক-বাংলালিংক), ১ পয়সা/সেকেন্ড (বাংলালিংক-অন্য অপারেটরে) স্পেশাল কলরেট এবং 1GB ইন্টারনেট বোনাস
  • স্পেশাল কলরেটের মেয়াদ ৳৩৯ রিচার্জের দিনসহ ৯০ দিন। 1GB ইন্টারনেটের মেয়াদ ৳৩৯ রিচার্জের দিনসহ ৭ দিন
  • এ ছাড়াও গ্রাহক নির্দিষ্ট রিচার্জ ভিত্তিক ইন্টারনেট প্যাক কিনলেই পাবেন 1GB বোনাস ইন্টারনেট
  • বোনাস ইন্টারনেটের মেয়াদ ক্রয়কৃত ইন্টারনেট প্যাকের মেয়াদের সমান হবে। বোনাস ইন্টারনেটের অফারটি সর্বোচ্চ ৯ বার উপভোগ করা যাবে, ৳৩৯ রিচার্জের দিনসহ ৯০ দিনের মধ্যে।ইন্টারনেট বোনাস যেসব প্যাকে পাওয়া যাবে সেগুলো জানতে এখানে ক্লিক করুন
  • মেয়াদ থাকাকালীন সময়ে পুনরায় ইন্টারনেট প্যাক কিনলে আগের প্যাকের অব্যবহৃত ইন্টারনেট যোগ হবে এবং দীর্ঘতর মেয়াদ প্রযোজ্য হবে
  • ইন্টারনেট ব্যবহারের সময় প্রথমে বোনাস ইন্টারনেট থেকে খরচ হবে। প্যাকের মেয়াদ থাকাকালীন প্যাকের ভলিউম শেষ হয়ে গেলে ০.০১২১৭৫ টাকা/10KB হারে চার্জ প্রযোজ্য হবে
  • বোনাস ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *124*5#।
  • স্পেশাল ট্যারিফ থেকে আনসাবস্ক্রাইব করতে ডায়াল *166*39#।
  • অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
  • VAT, SD ও SC প্রযোজ্য। read more

প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারবে বাংলাদেশের ডেভেলপাররা


বাংলাদেশের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপাররা এখন প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারবেন। গুগল জানিয়েছে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ডেভেলপাররা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে পেইড অ্যাপ বিক্রি করতে পারবে। 

read more

বাংলাদেশে আরো বেশি জাপানি বিনিয়োগের আহ্বান

সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের সব ধরনের সুযোগ-সুবিধার নিশ্চয়তা দেয়ার কারণে জাপানি বিনিয়োগকারীরা এ দেশে আরো বেশি বিনিয়োগ করতে পারেন। মঙ্গলবার টোকিওতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

 সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বিষয়ক প্রধান সমন্বয়ক এম আবুল কালাম আজাদ বলেন, ‘সহজ বিনিয়োগ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কতিপয় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।’
 

দুর্দান্ত অ্যাকশনে সালমান, ট্রেলারে এক ঝলক


দীর্ঘ ৫ বছরের বিরতি। অবশেষে আবারো একসঙ্গে রুপালি পর্দায় আসছেন বলিউডের অন্যতম আলোচিত জুটি সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। অনস্ক্রিনে এই জুটিকে দর্শকরা খুব পছন্দ করেন। অফস্ক্রিনেও তাদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। 
Read more
 

এমএনপি সেবা দেবে ইনফোজিলিয়ান

মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল (এমএনপি) সেবার লাইসেন্স পাচ্ছে ইনফোজিলিয়ান বিডি টেলিটেক নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ও স্লোভেনিয়ার ব্যবসায়ীদের কনসোর্টিয়াম এই প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার রমনায় সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ কথা জানান।
বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে। ২০১৩ সালে এই সেবা দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেয়। প্রায় চার বছর পর একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার জন্য চূড়ান্ত করা হলেও সাধারণ মানুষ এই সেবা কবে থেকে পাবে সে ব্যাপারে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বিটিআরসির কর্মকর্তারা কিছু বলতে পারেননি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ইনফোজিলিয়ান বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মামরুর হোসেন উপস্থিত ছিলেন।
অনেক গ্রাহক নিজ অপারেটরের সেবায় সন্তুষ্ট হন না। কিন্তু নম্বর পরিবর্তন করতে হবে ভেবে অন্য অপারেটরে যেতেও চান না। এই সেবা চালু হলে নম্বর ঠিক রেখে যেকোনো অপারেটরের সেবা নেওয়া যাবেন।
সূত্র জানায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক ৩০ টাকা খরচ করে অপারেটর বদল করতে পারবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে। ৯০ দিন পর ওই গ্রাহক আবারও অপারেটর বদলের সুযোগ পাবেন।
এমএনপি কী?
এই সেবা চালু হলে নম্বর পরিবর্তন না করেই মোবাইল অপারেটর বদলানোর সুযোগ পাবেন গ্রাহকেরা। একজন গ্রাহক বর্তমানে যে অপারেটরের নম্বর ব্যবহার করছেন, তিনি ওই একই নম্বর রেখে অন্য অপারেটরের সংযোগ ব্যবহার করতে পারবেন। এ পদ্ধতিটিকে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি)।more

Friday, November 3, 2017

Tory MP Charlie Elphicke suspended after 'serious allegations'

Mr Elphicke, a former party whip who has been the MP for Dover since 2010, has denied any wrongdoing.
In a post on Twitter, the married 46-year-old wrote: "The party tipped off the press before telling me of my suspension.
"I am not aware of what the alleged claims are and deny any wrongdoing."
The party has not provided any further detail about the nature of the allegations, and did not reveal who had made a complaint about him