bangladesh express

Sunday, June 10, 2018

দেশের প্রথম শিরোপা মেয়েদের হাত ধরেই

ক্রিকেট বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছে। বিশ্বব্যাপী পরিচয়, এশিয়ান গেমসের সোনা। কিন্তু সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজারাও একটি অতৃপ্তি রেখে দিচ্ছিলেন বারবার। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শিরোপা জিতে উৎসবের সুযোগ করে দিতে পারেননি তাঁরা। কিন্তু ছেলেদের অতৃপ্তি ঘোচালেন মেয়েরা। রুমানা-আয়েশাদের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শিরোপা পেল বাংলাদেশ।
আইসিসি ও এসিসি ট্রফি নামে দুটো শিরোপা ছেলেরা এনে দিয়েছিলেন বিংশ শতাব্দীতে। কিন্তু সেগুলো আন্তর্জাতিক ক্রিকেটের অর্জন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোনো শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছে দুবার। ২০১২ সালের এশিয়া কাপ আর ২০১৮ সালের নিদাহাস ট্রফি, দুবারই শিরোপার গন্ধ পেতে পেতেও শেষ বলে এসে দীর্ঘশ্বাস সঙ্গী হয়েছে বাংলাদেশের। ২০১৬ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ফাইনালে গিয়েও হারতে হয়েছে ধোনি-কোহলিদের উত্তুঙ্গ ফর্মের কাছে।
এবারও ২০১২ সালের স্মৃতিটা ফিরে এসেছিল। শেষ ওভারে ৯ রান দরকার। পাকিস্তানের বিপক্ষে সে ফাইনালই কি ফিরে এল! প্রথম ৩ বলে ৬ রান তুলে রুমানা আহমেদ আশা জাগালেন। কিন্তু পর পর দুই বলে উইকেটে থাকা দুই ব্যাটার সানজিদা ও রুমানা আউট হয়ে গেলেন। শেষ বলে দরকার ২ রান। আবারও আরেকটি হতাশার গল্প লিখতে হবে? লিখতে হবে আরেকটি দীর্ঘশ্বাস ফেলার কথা। ছন্দময় কথার গাঁথুনিতে লুকাতে হবে অশ্রুতে বাঁধা দেওয়ার চেষ্টার কথা?
কিন্তু জাহানারা সে কষ্ট দিতে রাজি হলেন না। ভারত অধিনায়ক হারমীত কাউরের বল মিড উইকেট দিয়ে পাঠিয়েই ভোঁ দৌড়। ছুট ছুট ছুট। বাঁধা ভাঙা এক দৌড়ে এশিয়ার ক্রিকেটের হিমালয় সমদূরত্বে থাকা ভারতকে স্তব্ধ করে দিয়ে দৌড়াতেই থাকলেন জাহানারা, অন্যপ্রান্তে সালমা। সে দৌড়টা যখন থামল, ততক্ষণে ইতিহাস হয়ে গেছে। মাঠে ঢুকে গেছেন রুমানা-সানজিদারা। বাংলাদেশের দুঃখের অবসান ঘটল আজ, একটি আন্তর্জাতিক ট্রফি উচানোর দৃশ্য দেখালেন মেয়েরা। টানা ছয়বারের চ্যাম্পিয়নদের হারিয়েই বাংলাদেশকে অমৃত স্বাদ এনে দিলেন রুমানা-সানজিদা-আয়েশারা।

Thursday, March 22, 2018

বাঙালি জাতির এ মহিয়সী বীরের প্রতি বিনম্র শ্রদ্ধা।










ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন....!

বীর মুক্তিযোদ্ধা নুর জাহান বেগম ওরফে কাকন বিবি বীরপ্রতীক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১১.০০ঘটিকার সময় মারা যান।

বাঙালি জাতির এ মহিয়সী বীরের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মহান আল্লাহ পাক মরহুমাকে জান্নাতবাসী করুন ।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি । আল্লাহ্ পাক যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করেন।

অনলাইনে আয়/ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার - পাবলিক লাইব্রেরী।



ক্যারিয়ার ইন ফ্রীলান্সিং এন্ড আউটসোর্সিং ! ফ্রি সেমিনার
৩১ মার্চ শনিবার বিকাল ৪:৩০ টা
বিস্তারিত জানতে কল করুন : ০২-৯০৩২৫৯৭, ০১৭১১-৯২৭৮২৯
সেমিনারে উপস্থিত থাকতে ইচ্ছুক হলে, কমেন্টে নাম এবং ফোন নাম্বার লিখুন। অথবা ফ্রি রেজিস্ট্রেশন করুন..... https://goo.gl/9N11vm

সেমিনারে অংশ নিয়ে জেনে নিন অনলাইয়ে আয় করার সঠিক গাইড লাইন ও নির্ভুল ধাপগুলো।

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই আমাদের এ ফ্রি সেমিনার।

আপনি জানেন কি ? বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত।

(সেমিনারে যেকেউ উপস্থিত হতে পারবেন - সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে )

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে -
১। ওয়েব ডেভেলপমেন্ট
২। রেসপনসিভ ওয়েব ডিজাইন
৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৪। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট
৫। গ্রাফিক্স ডিজাইন
৬। ইমেইল মার্কেটিং
৭| ডাটা এন্ট্রি
৮| অ্যাডসেন্স
৯| সিপিএ মার্কেটিং
১০। ব্লগিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আরো অনেক কাজ। ইত্যাদি

সেমিনারে যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে :
১। ফ্রিল্যান্সিং কি ?
২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?
৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ?
৫। কাজগুলো শিখবেন কিভাবে ?
৬। আপনি কি আউটসোর্সিং করতে পারব?
৭ । এত কম্পিটিশন এর ভিতর কিভাবে টিকে থেকে কাজ করবেন?
৮। আউটসোর্সিং এ আপনি কি অবস্থায় আছেন?
৯| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?
১০| আপনি যদি আউটসোর্সিং করতেই চান তাহলে আউটসোর্সিং এর কন সেক্টর এ আপনি যাবেন?
১১ কিভাবে বিড ছাড়া কাজ করবেন?
১১। প্রোফাইলের ওয়েট বাড়াবেন কিভাবে ?
১২। কিভাবে বিট করে ইনকাম শুরু করবেন ? ইত্যাদি।

ফ্রি সেমিনার এর জন্য রেজিস্ট্রেশন চলছে। আজই যোগাযোগ করুন।
সেমিনার এর তারিখঃ ৩১ মার্চ শনিবার
সেমিনার এর সময়ঃ বিকাল ৪:৩০ টা
ফোনঃ ০২-৯০৩২৫৯৭
মোবাইলঃ ০১৭১১-৯২৭৮২৯
নেবুলাস আইটি গ্রূপ : https://www.facebook.com/groups/259653071059232/
নেবুলাস আইটি পেইজঃ https://www.facebook.com/nebulasbd/?ref=settings
সেমিনার ভ্যানু :
গ্রন্থাগার অধিদপ্তরের ''সেমিনার কক্ষ'' (নিচতলা )
পাবলিক লাইব্রেরী শাহবাগ - ঢাকা - শাহবাগ
১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ ,ঢাকা-১০০০ ( শাহবাগ থানার বিপরীতে- ঢাকা জাতীয় জাদুঘরের পাঁশে )

Tuesday, March 20, 2018

PART TIME ONLINE JOB FROM MOBILE PHONE


👉পার্ট টাইম জব 👈
🙏দয়া করে সময় নিয়ে পড়বনে, হয়তো এমন সুযোগ বার বার পাবেন না? 🙏
আসস্লামালাইকুম সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা, আজকের বিষয় কিভাবে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে? আজকে আমি কথা বলবো মোবাইল দিয়ে ইনকাম করার ব্যাপারে, জি আপনি ঠিক শুনেছেন। মোবাইল দিয়ে সত্যিকারে ইনকামের পথ করে দিয়েছেন একটি এন্ড্র্ইয়েড , এই এপ্সটির নাম হচ্ছে Champcas।

👉Champcash নিয়ে আগে কিছু বেসিক আইডিয়া দরকার আপনাদের, কারন বেসিক আইডিয়া না থাকলে আপনি এই এপ্সটিকে বাকি অন্য সব গুলোর মতই ফেক মনে করবেন।
👉Champcash একটি ইন্ডিয়ান এপ্স,
👉 এই এপ্সটির ফাউন্ডার হচ্ছে M D Mahes Varma .
😳কেন আমরা Champcash করব বা কেন এটা বিশ্বাস করবোঃ😳
👉 আপনাদের সবার মনে প্রথম এই প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে, যদি এই এপ্স টাকা পেমেন্ট না করে? তাহলে কি হবে? এই প্রশ্নটি আপনার মন থকে ঝেড়ে ফেলুন।
👉 এই এপ্স আপনাকে টাকা পেমেন্ট করবে তার নিশ্চিত গেরান্টি আছে।
👉Champ cash প্রথম যাত্রা শুরু করে 26 Dec 2015. সালে। এখন ২০১৭ সাল পর্যন্ত সবাই যারা কাজ করেছেন তারা কেউ বলতে পারবেনা যে তারা পেমেন্ট পায়নি। তারা সবাই পেমেন্ট পেয়েছেন।
🤷🏻‍♂এখন আসি Champcash ই কেনঃ🤷🏻‍♂ 🦋এখানে অনেক সম্ভাবনা আছে, আপনার কেরিয়ার গড়ার জন্য, আমি আপনাদের আগেই বলে দি, এখানে কাজ কাজ করবেন তাদের অবশ্যই ধৈর্য্য হারা হলে হবে না।
👉এখানে আপনাকে কোন প্রকার ইনভেস্ট করা লাগে না, কাজের সবথেকে বড় সুবিধা।
👉হ্যা আপনার কিছু মোবাইলের ডাটা খরচ হবে সেটা আপনাকেই নিতে হবে। তবে যারা এক্টিভ মেম্বার হবেন আর এম্বির প্রবলেম এ বেশি পড়বেন আমি আপনাদের অবশ্যই হেল্প করবো।😎
👉এই এপ্সটির প্রচার জন্য ইন্ডিয়ান সুপার স্টার শারুখ খান, রানভির চোপরা, অনুস্কা আরো অনেক সুপার স্টার এটির জন্য এড করবেন। শুধু এখানেই শেষ নয়।
👉 ইন্ডিয়ান ব্যঙ্ক HDFCL এটিকে সামর্থন করেছে। আপনি ভাবছেন এখানেই শেষ না,
👉ইন্ডিয়ান সরাকার মোদি নিজে এই Champcash এপ্সটি ইন্টারন্যশনাল ভাবে রেজিস্টার করে দিয়েছেন। 😳আপনি কি এখন্ও ভাবছেন? সে এস্পটি টাকা পেমেন্ট করবেনা? 😳
এই Champcah এ প্রতিদিন মেম্বার বেড়েই চলেছে,
👉বর্তমানে এই এপ্সটিতে কাজ করেন ১.৯০ কোটি মানুষ। আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন, এত গুলা মানুষ যদি পেমেন্ট না পায় তাহলে কাজ কেন করবে???
👉আপনাকে শুধু বিশ্বাস করতে হবে আমি কাজ করবো, এখান থেকে ইনকাম করবো। আপনাকে একটু সময় দিতে হবে, কারন সফলতা একদিনে আসে না। ✊🏻
🤷🏻‍♂এখানে আপনি কি কাজ করবেনঃ বাংলাদেশ এর জন্য ২টি অফার চালু আছে আর সেই ২ টি হলো

🐲 ১ ভিডিও দেখে,
🐲২ অফার কমপ্লিট করে।
🎄Income Plan 🎄
👉1. Sign Up (Bonus) Income
👉2. Video Playing Income
👉3. Level Income ( Teams )
👉4. Monthly Fixed Income
👉5. Rank GIFT Income
বর্তমান সময় খুবই জনপ্রিয় এবং সহজ Income হচ্ছে Video Playing Income, আপনি যত বার Video Play করবেন ঠিক ততো বার আপনার একাউন্টে Balance জমা হবে। Video size 10, 15, 30 সেকেন্ড। Video 24 ঘণ্টা থাকে,আপনার সময় অনুযায়ী Video Play করে Unlimited ইনকাম করতে পারবেন।
👉 ভিডিও প্লে করার জন্য আপনার কিছু ভিপিএন এর দরকার হবে।
👉 যারা ভিপিএন কি সেটা জানেন তাদের কে নতুন করর কিছু বলার নেই, আর যারা জানেন না তাদের আমি শিখিয়ে দিবো।
👉কিভাবে ভিডিও প্লে করতে হবে সব কিছু একের পর জানতে পারবেন। আরো কত ভাবে এখান থেকে ইনকাম করা যাবে সব কিছুই পাবেন।
👉শুধু দরকার আপানার আগ্রহ, আর একটু বিশ্বাস,আর একটা একাউন্ট।
🎄Join Processes 🎄
👉প্রথমে আপনি প্লে স্টোর থেকে Cahampcash টি ইন্সটল দিন( প্লেস্টোর এ গিয়ে Champcash Digital India লিখে সার্চ দিলেই পাবেন) আপনার মোবাইলে, এর পর আপনাকে একটি আইডি খুলতে বলবে। এখানে আপনি সবগুলা ঘর পুরন করে দিবেন।
👉এর পর একটি একটি রেফার কোড খুজবে আপনি রেফারকোড এ 21066561
এই
কোডটি ব্যবহার করবেন।